প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৩:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ১৭, ২০২৪, ৮:০২ পি.এম
বরিশালে চাঁদা না দেওয়ায় ছাত্রদল নেতার বিরুদ্ধে যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ

বরিশালের গৌরনদী উপজেলায় চাঁদা না দেওয়ায় রাশেদ সিকদার (২৪) নামের এক যুবককে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠেছে স্থানীয় ছাত্রদল নেতাদের বিরুদ্ধে। শুক্রবার (১৬ আগস্ট) সন্ধ্যায় উপজেলার বার্থী বাজারে এ ঘটনা ঘটে।
নিহত রাশেদ উপজেলার বার্থী ইউনিয়নের বড় দুলালি গ্রামের কামাল সিকদারের ছেলে। এ ঘটনায় নিহতের বড় ভাই বাদী হয়ে বার্থী ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আল আমিনসহ পাঁচজনকে আসামি করে থানায় মামলা করেন।
রাশেদের বাবা কালাম সিকদার বলেন, ‘আমার বড় ছেলে রাসেল সিকদারের ঢাকার ইসলামপুরে একটি প্লাস্টিকের কারখানা রয়েছে। ছোট ছেলে রাশেদ সেই কারখানায় কাজ করে। শুক্রবার সকালে রাশেদ বাড়িতে আসে। সন্ধ্যার দিকে তার আড়াই বছরের ছেলের জন্য মিষ্টি কিনতে বার্থী বাজারে যায়।
সেখানে ছাত্রদল নেতা আল আমিনসহ কয়েকজন তার কাছে এক লাখ টাকা চাঁদা এনেছে কি না জানতে চায়। একপর্যায়ে তারা রাশেদের ওপর চড়াও হয়। আত্মরক্ষার্থে পাশের ঘরে আশ্রয় নেয় রাশেদ। সেখানে তাকে কাঠ দিয়ে মাথায় আঘাত করেন তারা ।
তিনি আরো বলেন, স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে সেখান থেকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। অবস্থার অবনতি দেখে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মধ্যরাতে মারা যান তিনি।
কালাম সিকদার আরো বলেন, তার ছেলে ষষ্ঠ শ্রেণি পর্যন্ত পড়াশুনা করেছে।
লেখাপড়া করানোর সার্মথ্য না থাকায় তাকে ঢাকায় কাজে পাঠিয়ে দেওয়া হয়। প্লাস্টিক কারখানা দিয়ে তাদের অর্থনৈতিক অবস্থা ভালো হওয়ায় তার ছেলের কাছে বিভিন্ন সময় টাকা দাবি করতেন ছাত্রদলের ওই নেতা। টাকা না দেওয়ায় তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে। তার পরিবারের কেউ কোনো রাজনীতির সঙ্গে জড়িত নন।গৌরনদী উপজেলা ছাত্রদলের সভাপতি মো. রুবেল গোমস্তা বলেন, অভিযোগের সত্যতা পেলে আল আমিনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
গৌরনদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, এ ঘটনায় রাশেদের ভাই পাঁচজনকে আসামি করে মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। রাশেদের কোনো রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি। চাঁদা না দেওয়ায় এ হত্যার ঘটনা ঘটেছে বলেও জানান তিনি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪