বরিশাল নগরীতে বন্ধুর সঙ্গে ঘুরতে গিয়ে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এক তরুণী।
বুধবার (২০ নভেম্বর) বরিশালের যুবদল নেতা ইমরান আলী শোভনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।
ওসি বলেন, মঙ্গলবার বিকেলে নগরীর রূপাতলীতে এই ধর্ষণের ঘটনায় ভূক্তভোগী তরুণী বাদী হয়ে মামলা করেছেন। সেই মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
গ্রেফতার ইমরান আলী শোভন বরিশাল নগরীর রূপাতলীর নতুন আবাসিক এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে। এছাড়া তিনি বরিশাল মহানগরীর ২৫ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং ওয়ার্ড যুবদল নেতা।
নগরীর বাসিন্দা ভূক্তভোগী তরুণীর অভিযোগ, মঙ্গলবার বিকেলে তরুণী তার বন্ধুর সঙ্গে বরিশাল নগরীর রূপাতলী এলাকায় ঘুরতে যায়। তখন গ্রেফতার শোভনসহ ৩-৪ ব্যক্তি ওই তরুণীকে একটি রুমের মধ্যে নিয়ে আটকে রাতভর পালাক্রমে ধর্ষণ করে। তখন তরুণীর সঙ্গে থাকা বন্ধুকেও মারধর করে মোটরসাইকেল আটকে পঞ্চাশ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদার টাকা না পাওয়ায় বেধরক মারধর করা হয় তরুণীর বন্ধুকে। এরপর বুধবার সকালে ওই তরুণীর বন্ধু চাঁদার টাকা নিয়ে আসার কথা বলে কৌশলে পালিয়ে পুলিশকে বিষয়টি জানায়। খবর পেয়ে পুলিশ ওই রুম থেকে তরুণীকে উদ্ধার ও শোভনকে গ্রেফতার করে। এসময় বাকি অভিযুক্তরা পালিয়ে যান।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, এই ঘটনায় জড়িত বাকি অভিযুক্তদের গ্রেফতারে অভিযান চলমান রয়েছে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪