বরিশাল নগরীর ফরেস্টার বাড়ির পোল সংলগ্ন এলাকায় বরিশাল ডাক বিভাগের মেইল প্রসেসিং অফিসের বাউন্ডারির ভেতর থেকে পরিত্যক্ত অবস্থায় একটি গ্রেনেড উদ্ধার হয়েছে।
(৯ সেপ্টেম্বর) সোমবার সকালে অফিসের পরিচ্ছিন্নতাকর্মী জনি হেলা ঘাস কাটার সময় গ্রেনেডটি দেখতে পান। বিষয়টি তিনি প্রসেসিং কর্মকর্তা, আলমগীর হোসেনকে জানালে ৯৯৯ নম্বরে ফোন দিলে ঘটনাস্থলে আসেন পুলিশ ও সেনা সদস্যরা।
সেনাবাহিনীর মেজর মো. রাশেদ সাংবাদিকদের জানান, গ্রেনেড নিস্ক্রিয় টিম আসার পর তা উদ্ধার করা হবে। বর্তমানে জায়গাটি আমাদের নিয়ন্ত্রণে আছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (উত্তর) মো. ফারুক হোসেন জানান ৯৯৯ এ ফোন পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। সেনাবাহিনীর কর্মকর্তারাও সেখানে গেছেন। গ্রেনেডটি উদ্ধারে কাজ চলছে। বিস্তারিত তদন্ত সাপেক্ষে জানানো হবে।
গ্রেনেড পাওয়ার খবরে ওই এলাকার মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। তবে কোথা থেকে এই গ্রেনেড এলো সে বিষয়ে এখনও পুলিশ বা সেনা কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪