গৃহবধুর রহস্যজনক মৃত্যুর পর হাসপাতাল থেকে লাশ নিয়ে পালিয়েছিলো স্বজনরা। খবর পেয়ে পুলিশ রোববার দিবাগত রাতে লাশ উদ্ধার করে সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে। এ ঘটনায় গৃহবধুর বাবার পরিবার থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনাটি জেলার আগৈলঝাড়া উপজেলার বারপাইকা গ্রামের। সোমবার দুপুরে আগৈলঝাড়া থানার ওসি (তদন্ত) মোঃ জহিরুল ইসলাম স্থানীয়দের বরাত দিয়ে জানিয়েছেন, বারপাইকা গ্রামের শেখ মোহাম্মদ আল হাদীর স্ত্রী সাথী বেগমকে (৩৪) রোববার দিবাগত রাত সাড়ে নয়টার দিকে মুমূর্ষ অবস্থায় উপজেলা হাসপাতালে আনার পর চিকিৎসকেরা সাথীকে মৃত বলে ঘোষণা করেন। এরপর স্বামীর বাড়ির লোকজনে হাসপাতাল থেকে সাথীর লাশ নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে রাতেই থানা পুলিশ সাথীর বাড়ি থেকে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪