বরিশালে জীবন রক্ষাকারী ওষুধসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) বরিশাল শাখার ব্যানারে সোমবার সকাল ১১টায় নগরীর সদর রোডের অশ্বিনী কুমার হলের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সহসভাপতি রহিমা সুলতানা কাজলের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক মিজানুর রহমান সেলিম, শুভংকর চক্রবর্তী, দেওয়ান আবদুর রশিদ নিলু, অধ্যাপিকা টুনু রানি কর্মকার, হাসিনা বেগম নিলা, বিসিসির সংরক্ষিত কাউন্সিলর কহিনুর বেগম, আখতার হোসেন, লিঙ্কন বাইন ও সুপ্রিয় অধিকার প্রমুখ।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪