বরিশালে কৃষি বিপণন আইন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি বিপণন অধিদপ্তরের আয়োজনে শনিবার সকাল ১০টায় নগরীর খামারবাড়ি কৃষি তথ্য সার্ভিস কনফারেন্স রুমে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
দিনব্যাপী কর্মশালায় সভাপতিত্ব করেন কৃষি বিপণন অধিদপ্তরের উপ পরিচালক এস এম মাহবুব আলম। কর্মশালায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন কৃষি বিপণন অধিদপ্তরের সিনিয়র কৃষি বিপণন কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম। কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন কৃষি তথ্য সার্ভিসের কর্মকর্তা নাহিদ বিন রফিক ও ফিড দ্য ফিউচার বাংলাদেশ পলিসি লিংকের সিনিয়র ম্যানেজার হাসেম আলী আকাশ।
দিনব্যাপী কর্মশালায় বক্তারা বাংলাদেশের বিদ্যমান কৃষি বিপণন নীতি, আইন, বিধি, ও প্রবিধান বিষয়ক সরকারি ও বে-সরকারি পর্যায়ের প্রতিনিধিদের সচেতনতা বৃদ্ধি ও টেকসই কৃষি সমৃদ্ধ অর্থনৈতিক উন্নয়নকে ত্বরান্বিত করার উপর গুরুত্বারোপ করেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪