প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৩:৪৫ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারী ২, ২০২৪, ৮:০৪ পি.এম
বরিশালে কাউন্সিলরের বিরুদ্ধে সরকারি কর্মকর্তাকে লাঞ্ছিত করার অভিযোগ!
ষ্টাফ রিপোটার॥ বরিশালে গণপূর্ত বিভাগে কর্মকর্তাকে মারধরের অভিযোগ উঠেছে ১৪নং কাউন্সিলর এর বিরুদ্ধে।অবৈধভাবে অফিসের মালামাল নিয়ে যেতে বাধা দেওয়াই এ ঘটনা ঘটে বলে অভিযোগে জানা যায়।
অভিযোগ সুত্রে জানা যায়, গত (১জানুয়ারি) সোমবার গণপূর্ত ভবনের কনফারেন্স রুমের কাজের পুরাতন মালমাল নিতে আসেন ১৪ নং ওয়ার্ড কাউন্সিলর শাকিল হোসেন পলাশ। তখন গণপূর্ত বিভাগের হিসাব সহকারী মোহাম্মদ ওমর ফারুক এতে বাধা দিতে গেলে তাকে অকথ্য ভাষায় গালাগালি শুরু করেন পলাশ। এক পর্যায়ে কাউন্সিল ও তার সহযোগীরা ওমর ফারুকের গায়ে হাত তোলেন। এসময় উপ-সহকারী প্রকৌশলী রফিকুল সহ তিন জনের বাধা দিতে গেলে তাদের উপরও চড়াও হয়ে তাদেরকেও শারীরিকভাবে লাঞ্ছিত করেন কাউন্সিলর পলাশ ও তার ৮/১০জন সহযোগী।
এবিষয়ে বরিশাল গণপূর্ত বিভাগের হিসাব সহকারী মোহাম্মদ ওমর ফারুক বলেন,কাউন্সিল পলাশ এর আগেও পুরতন মালামাল নিয়ে গেছেন। কিন্তু সোমবার আবার নিতে আসলে আমি বাঁধা দেই এতে সে এবং তার সহযোগীরা আমার উপরে চরাও হয়ে উঠে। এক পর্যায় সে অকথ্য ভাষায় গালাগালি শুরু করলে আমাদের অফিসের অন্যরা তার প্রতিবাদ করায় কাউন্সিল ও তার সহযোগী ৮/১০ জনে মিলে আমাকে মারধর করেন। এ ঘটনায় ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানায় গণপূর্ত বিভাগের এই কর্মকর্তা।
এবিষয়ে বরিশাল গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মো: ফয়সাল আলম জানান, আমরা সরকারি নির্দেশনা অনুযায়ী কাজ করি। কেউ যদি সরকারি কাজে বাঁধা দেন আমরা তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করবো।
এদিকে এই ঘটনা উপযুক্ত বিচারের দাবি জানিয়ে মঙ্গলবার (২ জানুয়ারি) কর্মবিরতি পালন করছেন বরিশাল গণপূর্ত বিভাগের কর্মচারীরা।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪