এবার সাধারণ শিক্ষার্থীদের গণধোলাইয়ের শিকার হলেন বরিশাল সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক জুবায়ের হোসেন জুয়েল। প্রভাব বিস্তারসহ নানা অভিযোগে অতিষ্ট হয়ে সাধারণ শিক্ষার্থীরা একজোট হয়ে তাকে গণধোলাই দেয়। তবে গণধোলাইয়ের পরেও যেন ফের বেপরোয়া হয়ে উঠেছে জুবায়ের।
সাধারণ শিক্ষার্থীরা জানিয়েছেন, বেশ কিছুদিন ধরে সাধারণ শিক্ষার্থীদের হুমকি প্রধান করে আসছে জুবায়ের। জুবায়ের হোসেন জুয়েল ক্যাম্পাসে পরিচয় দেয় সে কলেজের প্রেসিডেন্ট। নতুন করে দেশ স্বাধীন হওয়ার পরে তিনি ক্যাম্পাসে গিয়ে প্রতিনিয়ত ছাত্রলীগের ছেলেদের নিয়ে আড্ডা দেয়। প্রায় সময় শিক্ষার্থীদের ভয় দেখায়। সাধারণ শিক্ষার্থীরা তাকে নিয়ে আতঙ্কে দিন কাটাচ্ছে।
শিক্ষার্থীরা অভিযোগ করে বলেন, জুবায়েরের বিরুদ্ধে শহরের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি অভিযোগ রয়েছে। শেখ হাসিনার পতনের পরে তিনি বিভিন্ন জায়গায় সমন্বয়ক পরিচয় দিয়ে চলেন। এমনকি নানা কৌশলে কলেজ ছাত্রদলের আহ্বায়ক ইমনকে সরিয়ে দিয়ে জুবায়ের কলেজ ছাত্রদলেরভারপ্রাপ্ত আহবায়কের পদ বাগিয়ে নেয়।
তবে সম্পূর্ণ বিষয়টি অস্বিকার করে জুবায়ের হোসেন জুয়েল বলেন, আমাকে নিয়ে ষড়যন্ত্র করা হচ্ছে। আমি এখনও কলেজের শিক্ষার্থী। কোঠা আন্দোলনে সামনের সাড়িতে থেকে আন্দোলনে সক্রিয় ছিলেন বলেও জানান জুবায়ের। তিনি আরো বলেন, সাধারন শিক্ষার্থীদেরকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে এগুলো করানো হচ্ছে।
অন্যদিকে ছাত্রদলের নাম ব্যবহার করে জুবায়েরের এমন কর্মকাণ্ডে দিন দিন ছাত্রদল থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন কলেজের শিক্ষার্থীরা, তাই দ্রুত জুবায়েরের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবী সাধারণ শিক্ষার্থীদের।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪