বরিশালের বাজারগুলোতে কমেছে সবজি ও মুরগির দাম। প্রতি কেজি সবজিতে ১০-১৫ টাকা পর্যন্ত কমেছে। তবে কাঁচামরিচের কেজি এখনও ২০০ টাকা। এদিকে ব্রয়লার মুরগির ও সবধরনের মুরগির দামও কেজিতে ১৫-২০ টাকা পর্যন্ত কমেছে।
বাজারে শশা ৪০, পটল ৩৫, বরবটি ৬০, করলা ৬০, কাকরোল ৬০, বেগুন ৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। মুরগির বাজারে ব্রয়লার ১৫০, লেয়ার ৩৩০, সোনালি ২৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
তবে পেঁয়াজ এখনও ১০০, আলু ৫৮-৬০ টাকা দরে এখনও বিক্রি হচ্ছে। তবে কমেছে আদার দাম। আদা ২৬০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।
ব্যাবসায়ীরা বলছেন, পাইকারি বাজারে দাম কমলে তারা পণ্য আরও কমিয়ে বিক্রি করতে পারবেন।
অন্তর্বতীকালীন সরকার দায়িত্ব গ্রহণের পর থেকে বরিশালের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিদিনই বাজার মনিটরিং করছেন। তাদের এমন কার্যক্রমকে স্বাগত জানিয়েছে সাধারণ মানুষ। এতে করে বাজার নিয়ন্ত্রণে থাকবে আশা সাধারণ ক্রেতাদের।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪