বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি বরিশাল জেলা শাখার ভবন প্লান বহির্ভূতভাবে নির্মাণের দায়ে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
নগরীর সদর রোডের ওই ভবনে সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড দেন বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) নির্বাহী ম্যাজিস্ট্রেট ইমতিয়াজ মাহমুদ জুয়েল।
এ সময় বিসিসির রোড ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বাবু ও কর্মকর্তা ডা. রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
বিসিসির রোড ইন্সপেক্টর মোস্তাফিজুর রহমান বাবু বলেন, তারা প্লান পাস না করেই অবৈধভাবে ভবন নির্মাণ করেছিল। তাই অভিযান পরিচালনা করে বিচারক ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। সংগঠনটি পরে বিসিসি থেকে প্লান পাস করে নেবেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪