চলতি বছরের এসএসসি পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বরিশাল বোর্ডের ১ হাজার ৫০৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়েছে। এরমধ্যে ১১২ শিক্ষার্থীকে মেধাবৃত্তি ও ১ হাজার ৩৯৫ শিক্ষার্থীকে সাধারণ বৃত্তি দেওয়া হয়েছে।শিক্ষাবোর্ডের সচিব সোমনাথ মন্ডল স্বাক্ষতির বিজ্ঞপ্তিতে মঙ্গলবার তথ্যের সত্যতা নিশ্চিত হওয়া গেছে। সূত্রমতে, মেধাবৃত্তি পাওয়া শিক্ষার্থীদের মাসিক ৬০০ টাকা ও বছরে এককালীন ৯০০ টাকা দেওয়া হবে।
এ ছাড়া সাধারণ বৃত্তিপ্রাপ্তদের মাসে ৩৫০ টাকা এবং বছরে এককালীন ৪৫০ টাকা দেওয়া হবে। অপরদিকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর সূত্রে জানা গেছে, জিপিএ-৫ পেয়ে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ নিয়মিত শিক্ষার্থীদের মেধাবৃত্তি দেওয়া হবে জেলার প্রতি উপজেলার দুইজন ছাত্র এবং দুইজন ছাত্রী সাধারণ বৃত্তি পাবেন।
আর মেট্রোপলিটন এলাকার প্রতিটি থানা এলাকায় একজন ছাত্র ও একজন ছাত্রীকে এলাকা কোটা অনুসারে সাধারণ বৃত্তি দেওয়া হবে। তাই বৃত্তির জন্য নির্বাচিত শিক্ষার্থীদের একাদশ শ্রেণিতে ভর্তির সাত দিনের মধ্যে তফসিলভূক্ত ব্যাংকে অনলাইন সুবিধা সম্পন্ন অ্যাকাউন্ট খুলে তার তথ্য শিক্ষা প্রতিষ্ঠানে জমা দিতে বলা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪