বরিশাল মেট্রোপলিটনের বিমান বন্দর থানা পুলিশের অভিযানে ২ শ’ পিস ইয়াবাসহ ১ জন এবং ২ কেজি গাঁজাসহ আরো একজন আটক হয়েছে। সোমবার দিবাগত রাতে এই পৃথক অভিযান চালায় তারা।
আজ বিএমপি’র পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিমান বন্দর থানার একটি দল সোমবার রাতে সাতমাইল বাজারের মোহনগঞ্জ সড়কের প্রবেশমুখ থেকে মো. জাহান হাওলাদার (৩৪) নামে এক ব্যক্তিকে ২শ’ পিস ইয়াবা সহ আটক করে। আটক জাহান নগরীর ২৫ নম্বর ওয়ার্ডের বটতলা এলাকার বাসিন্দা।
অন্যদিকে একই রাতে বিমান বন্দর থানার আরেকটি দল গড়িয়ারপাড় গোল চত্ত্বর এলাকায় অভিযান চালিয়ে মো. শামীম সরদার (৩৯) নামে এক ব্যক্তিকে ২ কেজি গাঁজাসহ আটক করে। আটক সোহাগ পিরোজপুরের নেছারাবাদের সোহাগদল গ্রামের বাসিন্দা।
এ ঘটনায় বিমান বন্দর থানায় পৃথক মামলা দায়ের করে অভিযুক্তদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে বিএমপি’র প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪