বরিশাল নগরীর নথুল্লাবাদ এলাকায় অভিযান চালিয়ে ৫০০ ইয়াবাসহ এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আজ মঙ্গলবার ভোর সাড়ে ৪টায় এই অভিযান চালায় মেট্রোপলিটনের বিমানবন্দর থানা পুলিশ।
বিএমপি’র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ভোরে নথুল্লাবাদ কেন্দ্রীয় বাস টার্মিনালের রূপালী ব্যাংকের সামনে অভিযান চালায় বিমান বন্দর থানা পুলিশ। এ সময় ৫০০ পিস ইয়াবাসহ মো. বিল্লাল খান রিপন (২৬) নামে এক ব্যক্তিকে আটক করে তারা। আটক রিপন বাগেরহাটের রামপাল উপজেলার বড় কাঠালী গ্রামের মৃত শাহাদাত হোসেনের ছেলে।
এ ঘটনায় আটক রিপনের বিরুদ্ধে বিমান বন্দর থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে। ওই মামলায় গ্রেফতার দেখিয়ে গতকাল রিপনকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪