বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় অভিযান চালিয়ে ৯৪ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে নগরীর ৪ নম্বর ওয়ার্ডের কাউনিয়া টাউন মাধ্যমিক বিদ্যালয়ের সামনে থেকে তাকে আটক করে কাউনিয়া থানা পুলিশ।
আটক যুবকের নাম মো. ইয়াসিন মৃধা (২৬)। সে বরগুনার বেতাগী উপজেলার করুনা গ্রামের আফজাল হোসেনের ছেলে।
এ ঘটনায় কাউনিয়া থানায় মাদক আইনে একটি মামলা দায়েরসহ যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে। সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪