বরিশালে বর্ণাঢ্য র্যালি এবং আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শুক্রবার সকাল সাড়ে ৯টায় নগরীর কেন্দ্রিয় শহীদ মিনার চত্ত্বর থেকে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে র্যালিটি সার্কিট হাউজে গিয়ে শেষ হয়।
পরে দিবসটি উপলক্ষ্যে সার্কিট হাউজের হলরুমে এক আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার মো. শওকত আলী। জেলা প্রশাসক শহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন সনাক বরিশালের সাবেক সভাপতি প্রফেসর শাহ সাজেদা।
জেলা প্রশাসক শহিদুল ইসলাম বলেন, নারীদের মর্যাদা প্রতিষ্ঠা করার জন্য এই দিবসটি পালিত হয়। প্রধানমন্ত্রীর নেতৃত্বে নারী জাগরণে বাংলাদেশ অনেক দূর অগ্রসর হয়েছে। দেশে সকল ক্ষেত্রে নারীরা প্রতিষ্ঠিত। তারা যাতে আরও এগিয়ে যেতে পারে এবং উন্নয়নের ধারা অব্যাহত থাকে সে জন্য সবাইকে সংবেদনশীলতা এবং সচেতনতা গড়ে তোলার লক্ষ্যে নারী দিবস পালিত হয়েছে।
এছাড়াও বেসরকারী নানা আয়োজনের মধ্য দিয়ে বরিশালে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪