বরিশালের গৌরনদীতে পচা মরিচ, আটা ও রঙ মিশিয়ে মরিচের গুড়া তৈরির কারখানায় অভিযান চালিয়েছেন ছাত্ররা। উপজেলার টরকী বন্দরের শাহ আলম খানের মরিচের গুড়া তৈরির কারখানায় এ অভিযান চালানো হয়।
সাধারণ শিক্ষার্থী সানাউল হাওলাদার বলেন, শনিবার দুপুরে মরিচের গুড়া তৈরির কারখানায় গেলে সেখানে পচা মরিচ, আটা ও রঙ মিশ্রিত গুড়া মরিচ দেখতে পান শিক্ষার্থীরা। পরে সেগুলো আটক করা হয়। একই দিন বন্দরের একটি গোডাউনে অভিযান চালিয়ে ভেজাল চাল আটক করেন শিক্ষার্থীরা। অভিযানকালে গৌরনদী ব্লাড ডোনার্স ক্লাবের প্রতিষ্ঠাতা কাজী সুজন, শিক্ষার্থী রাতুল হোসেনসহ অন্যরা।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪