বার্তা ডেস্ক ॥ বরিশালের হিজলা উপজেলায় আওয়ামী লীগের এক কর্মীর হাতের রগ কর্তন এবং আরেকজনের চোখ উৎপাটনের চেষ্টার অভিযোগ উঠেছে। চলমান সংসদ নির্বাচনে একজন স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ না করায় গত শুক্রবার রাত ৯টার দিকে ওই উপজেলার হিজলা-গৌরবদী ইউনিয়নের শাওরা বাজার এলাকায় তারা হামলার শিকার হন বলে অভিযোগ করা হয়েছে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত ২ জনকে আটক করেছে।
আহতরা হলেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী ইউসুফ মিয়া (৩০) ও সাহাবুদ্দিন (৩৪)।
আহতরা জানান, তারা স্থানীয়ভাবে নৌকার কর্মী। নৌকার প্রার্থীর মনোনয়ন বাতিল হওয়ায় স্বতন্ত্র প্রার্থী পংকজ নাথের অনুসারীরা তাদের স্বতন্ত্র প্রার্থীর (পংকজ নাথ) পক্ষে কাজ করার চন্য চাপ সৃষ্টি করে। তারা ঈগলের পক্ষে কাজ না করায় ক্ষুব্ধ হয় পংকজ সমর্থকরা। এর জের ধরে গত শুক্রবার রাত ৯ টার দিকে শাওরা বাজার এলাকায় তাদের (ইউসুফ ও সাহাবুদ্দিন) উপর হামলা চালায় পংকজ অনুসারীরা। তারা ইউসুফের চোখ উৎপাটনের চেষ্টা করে এবং সাহাবুদ্দিনের দুই হাতের রগ কর্তন করে বলে অভিযোগ তাদের। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
দুই জনের উপর হামলার অভিযোগ স্বীকার করে হিজলা থানার ওসি যুবায়ের আহমেদ বলেন, এই ঘটনায় ৪ জনের নামে মামলা হয়েছে। পুলিশ অভিযুক্ত ২ জনকে গ্রেফতার করেছে। অন্যদের গ্রেফতারের চেষ্টা চলছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪