বার্তা ডেস্ক ॥ ১১ তম ধাপের অবরোধ সফল করতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে মহানগর যুবদল।
মঙ্গলবার দুপুর ২টায় নগরীর মল্লিক রোডে বিক্ষোভ মিছিল করে তারা। মহানগর যুবদলের সমন্বয়কারী মাসুদ হাসান মামুনের নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি কিছুদূর গিয়ে শেষ হয়।
মিছিল থেকে অবরোধের সমর্থনে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।
এর আগে সকাল ৯ টায় অবরোধের সমর্থনে বিএম কলেজ রোডে বিক্ষোভ মিছিল করে মহানগর ছাত্রদল।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪