বরিশালের কীর্তনখোলা নদীতে ভাসমান শিশুর (অপরিণত ভ্রুণ) লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ। আজ বুধবার বিকেলে ভ্রুণ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
বরিশাল সদর নৌ-থানার এসআই স্বরুপ আনন্দ ভট্রাচার্য জানান, কীর্তনখোলা নদীর নগরীর ভাটার খাল এলাকায় ভ্রূণ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা তাদের জানিয়েছে। পরে ভ্রুণটি উদ্ধার করা হয়েছে।
এসআই স্বরুপ বলেন, আনুমানিক দুইদিন পূর্বে ফেলা হয়েছে এটি। ভ্রুণটি মেয়ে শিশুর। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪