প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৩:০২ পি.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৮, ২০২৪, ৮:০২ পি.এম
বরিশালের আ. লীগ নেতা সাতক্ষীরা সীমান্তে আটক

বরিশাল মহানগর আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক নীরব হোসেন টুটুলকে আটক করেছে বিজিবি।
বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে ভারত যাওয়ার সময় তাকে আটক করা হয়।
নীরব হোসেনের বাড়ি বরিশাল নগরের নাজির মহল্লায়। তার বাবার নাম হারুন অর রশিদ।
নীরব হোসেন টুটুল বরিশাল সিটি করপোরেশন এর সাবেক মেয়র সাদিক আব্দুল্লাহর সহযোগী ছিলেন।স্থানীয়রা জানায়, নীরব হোসেন টুটুল রাজনৈতিকভাবে প্রভাব বিস্তার করে বরিশাল এ সন্ত্রাসী, মাদক ব্যবসা ও চাঁদাবাজি করেছেন। ২০০১ সালে বিএনপি ক্ষমতায় আসার পর দলের এক নেতার ছত্রচ্ছায়ায় নীরব হোসেনের উত্থান। পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পর বরিশাল সাবেক মেয়র শওকত হোসেনের (হিরণ) সঙ্গে তার সখ্য গড়ে ওঠে।
২০১৮ সালে সাদিক আবদুল্লাহ মেয়র নির্বাচিত হলে তার সঙ্গেও সম্পর্ক তৈরি করেন নীরব হোসেন। বরিশাল মৎস্য অবতরণ কেন্দ্র, বিভিন্ন ঘাট ও কাঁচা বাজার নিয়ন্ত্রণ করার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪