বৈরী আবহাওয়ায় কারণে বন্ধ হওয়া বরিশালের অভ্যন্তরীণ ১০ রুটের লঞ্চ চলাচল শুরু হয়েছে। রবিবার সকাল থেকে লঞ্চ চলাচল শুরু করা হয় বলে বিআইডব্লিউটিএ’র নৌ-নিরাপত্তা ও ট্রাফিক ব্যবস্থাপনা বিভাগের সহকারী পরিচালক মো. রিয়াদ হোসেন জানিয়েছেন।
তিনি জানান, বৈরী আবহাওয়ার কারণে শনিবার বিকেল সাড়ে চারটা থেকে বরিশাল নদী বন্দর থেকে অভ্যন্তরীণ ১০টি রুটে লঞ্চ চলাচল বন্ধ করে দেয়া হয়। তবে রবিবার সকালে বৃষ্টি হলেও আবহাওয়া পরিস্থিতির উন্নতি হওয়ায় লঞ্চ চলাচল শুরু হয়েছে।
আর রবিবার রাতে বরিশাল থেকে ঢাকা রুটে এমভি পারাবত ১৮ লঞ্চ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে যাত্রা করে। যা নিরাপদে ঢাকায় পৌঁছেছে এবং ঢাকা থেকেও লঞ্চগুলো বরিশালে এসে নিরাপদে পৌঁছেছে।
এদিকে বরিশাল পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারী প্রকৌশলী তাজুল ইসলাম জানিয়েছেন, বরিশালসহ দক্ষিণাঞ্চলে বৈরী আবহাওয়া বিরাজ করলেও কোন নদ-নদীর পানি এখনও বিপদসীমা অতিক্রম করেনি।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪