বার্তা ডেস্ক ॥ বরগুনা-১ (আমতলী-তালতলী-বরগুনা সদর) আসনের আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নগদ অর্থ বেড়েছে ২০ গুণেরও অধিক।
সূত্রে জানা গেছে, নবম জাতীয় সংসদ নির্বাচনে ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ও তার স্ত্রী মাধবী দেবনাথের নগদ অর্থ ছিল মাত্র ২২ লাখ টাকা। ১৫ বছর পরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে তা বেড়ে হয়েছে প্রায় সাড়ে চার কোটি টাকায়।
এদিকে, আওয়ামী লীগ স্বতন্ত্র প্রার্থী গোলাম সরোয়ার টুকু অর্থে তলানীতে আছেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪