বরগুনায় সড়ক দুর্ঘটনায় বামনা বেগম ফয়জুন্নেছা মহিলা কলেজের মার্কেটিং বিভাগের প্রভাষক শুব্রত হালদার (৩৫) নিহত হয়েছেন। আজ সকালে বামনা উপজেলার বামনা-মঠবাড়িয়া সড়কে বাসের সাথে মুখোমুখি সংঘর্ষে এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার কলেজের ক্লাস শেষে মোটরসাইকেল চালিয়ে গ্রামের বাড়ি মঠবাড়িয়া উপজেলার মিরুখালী যাচ্ছিল শুব্রত। বামনার চালিতাবুনিয়া নামক স্থানে বিপরীত দিক থেকে পাথরঘাটাগামমী মিজান পরিবহনের বাস সরাসরি মোটরসাইকেলের উপর তুলে দিলে চালক শুব্রুত বাসের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।
ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার দ্রুত পালিয়ে যায়।
স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে বাসটি জব্দ করে এবং লাশ উদ্বার করে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪