বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন শেষ হওয়ার পরেও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও বিএনপি সম্পর্কে কটুক্তি করায় বরগুনার তালতলী উপজেলার যুবলীগ নেতা সুমন হাওলাদারকে বৈদ্যুতিক খাম্বায় বেঁধে জুতাপেটা করে পুলিশে সোপর্দ করার অভিযোগ উঠেছে। আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়।
জানা যায়, এ যুবলীগ নেতা তালতলী উপজেলা যুবলীগের সদস্য এবং সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন। তাকে বেঁধে রাখার একটি ছবি ফেসবুকে পোস্ট করা হলে মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়।
জানা গেছে, গতকাল রাত ৮টার দিকে তালতলী বন্দরের মদিনা মসজিদ এলাকায় বিগত সরকারের সময় ক্ষমতার দাপট দেখিয়ে বহু মানুষকে নির্যাতন ও অপদস্থ করায় ভুক্তভোগীরা তাকে ধরে নিয়ে খাম্বার সাথে গামছা দিয়ে বেঁধে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে এসে তাকে থানায় নিয়ে যায়।
আল-আমিন হাওলাদার নামে তালতলী উপজেলা বিএনপির এক নেতা জানান, গত আওয়ামী লীগ সরকারের সময় সুমন বিভিন্ন মানুষের পর অত্যাচার নির্যাতন করেছে। ৫ আগস্টের পর বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সম্পর্কে কটুক্তি করেছে। এমনকি তার ফেসবুক পেইজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় তার বিরুদ্ধে মানুষের ক্ষোভ বেড়ে যায়। এজন্য তাকে ধরে এনে লাঞ্ছিত করা হয়।
তালতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: কালাম খান বলেন, সুমন নামে একজনকে রাতে আটক করে থানায় আনা হয়েছে। তার বিরুদ্ধে তালতলী থানায় মামলা থাকার প্রমাণ পাওয়ায় তাকে গ্রেফতার দেখিয়ে আজ সোমবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪