বরগুনায় বাংলা ইশারা ভাষা দিবস উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে সকাল সাড়ে ১০ টায় জেলা প্রশাসক কার্যালয় চত্তর বটতলা থেকে শোভাযাত্রার উদ্ভোধন করেন জেলা প্রশাসক মো. রফিকুল ইসলাম।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সুবর্ণ জয়ন্তী মিলনায়তনে এই আয়োজন করা হয়। সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. ইউসুফ এর উপস্থাপনায় এবং উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর সহিদুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফয়সাল আহমেদ, মুক্তিযোদ্ধা আ. মোতালেব মৃধা, মো. তানবির, অতিরিক্ত পুলিশ সুপার জহিরুল হকসহ অন্যান্যরা।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪