বরগুনা বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক সগির হোসেনের ওপর হামলা ও অফিস ভাঙচুরের প্রতিবাদে সোমবার (২২ জানুয়ারি) সকাল থেকে জেলার সকল রুটে শুরু হয়েছে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘট। আন্তঃজেলা এবং রাজধানীর সাথে হঠাৎ করে মালিক- শ্রমিকদের এই ধর্মঘটে চরম ভোগান্তিতে পড়েছে যাত্রীরা।
ধর্মঘটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা এড়াতে বরগুনা পৌর বাস টার্মিনালে পুলিশ মোতায়ন করা হয়েছে।
বরগুনা জেলা বাস মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা কিছলু বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা বাস ধর্মঘট করতে চাইনি।
কিন্তু অনাকাঙ্ক্ষিত ভাবেই আমরা বাধ্য হয়েছি।
বরগুনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, মালিক সমিতির সাধারণ সম্পাদক বাদী হয়ে এ ব্যাপারে থানায় একটি মামলা দায়ের করেছেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪