বার্তা ডেস্ক ॥ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরগুনার ২টি আসনে প্রতিদ্বন্দ্বিতাকারী ১৭ প্রার্থীর মধ্য ১৩ জনই জামানত হারিয়েছেন।
এদের মধ্য বরগুনা-১ আসনে স্বতন্ত্র প্রার্থী মো. খলিলুর রহমান, জাপা প্রার্থী খলিলুর রহমান, তৃণমূল বিএনপির মো. ইউনুছ সোহাগ, বিএনএমের মো. মাসুদ কামাল, এনপিপির মাহবুবুর রহমান, তরিকত ফেডারেশনের শাহ মো. আবুল কালাম এবং স্বতন্ত্র মো. নুরুল ইসলাম।
বরগুনা-২ আসনে বিএনএমের ড. আ. রহমান, বিএসপির আবু বকর সিদ্দিক, ওয়কার্স পার্টির মো. জাকির হোসেন, বাংলাদেশ কংগ্রেসের মো. মিজানুর রহমান, তরিকত ফেডারেশনের মো. আবুল কালাম এবং তৃণমূল বিএনপির মো. কামরুজ্জামান লিটন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪