বার্তা ডেস্ক ॥ জেলা ছাত্রদল নেতা কামরুজ্জামান রাজ্জাককে পুলিশ হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার করেছে বরগুনা ডিবি পুলিশ।বুধবার (১০ জানুয়ারি) বিকেল পৌনে ৩টার সময় তাকে জেলার বেতাগী উপজেলার গ্রামীণ ব্যাংকের সামনে থেকে আটক করা হয়।তাকে গত ২৮ অক্টোবর নয়া পল্টনে বিএনপির মহাসমাবেশে সংঘর্ষে পুলিশ হত্যা মামলার আসামি করে ডিবি।
জেলা গোয়েন্দা ডিবি শাখার অফিসার ইনচার্জ বশির আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বরগুনা ডিবির পুলিশ পরিদর্শক মো: সাইদুল ইসলাম, এসআই জ্ঞান কুমার, এসআই মারুফ, এএসআই শহিদুল ও সঙ্গীয় ফোর্সসহ তাকে আটক করে।
তিনি আরো বলেন, রাজ্জাক ঢাকার পুলিশ হত্যা মামলার আসামি। এছাড়া সে বিভিন্ন নাশকতার পরিকল্পনাকারী ছিল। ইলেকট্রনিকস ডিভাইস ব্যবহার করে তাকে ধরতে সক্ষম হয় গোয়েন্দা পুলিশ। বর্তমানে তার বিরুদ্ধে বিধি মোতাবেক আইনি ব্যবস্থা নেয়া হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪