উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
রোববার (১৮ আগস্ট) আবহাওয়া অধিদফতরের এক সতর্কবার্তায় এ তথ্য জানা গেছে।
এতে বলা হয়েছে, উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে।
এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালণশীল মেঘমালা সৃষ্টি অব্যাহত রয়েছে। তাই দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ কারণে পায়রা সমুদ্র বন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সঙ্কেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে রোববার সন্ধ্যায় উপকূলীয় পটুয়াখালীর রাঙ্গাবালী ও পায়রা বন্দর এলাকায় গুঁড়িগুঁড়ি বৃষ্টি হয়েছে। আকাশ রয়েছে মেঘাচ্ছন্ন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪