বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ‘সর্বাত্মক অবস্থান’ কর্মসূচিতে রাজধানীর বিভিন্ন মানুষের ফোন তল্লাশি করে হেনস্তা করার অভিযোগ পাওয়া গেছে।
এ বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে বলা হয়েছে, মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হয়, এমন কিছু তারা সমর্থন করেন না।
বৃহস্পতিবার (১৫ আগস্ট) বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রিফাত রশিদ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় এ বিষয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন।
ওই বার্তায় বলা হয়, ‘মানুষের ব্যক্তিগত গোপনীয়তা বিনষ্ট হয়, এমন কোনো কিছুই আমরা সমর্থন করি না। এমন কাজ পুরোনো বৈষম্যের দৃষ্টান্তকেই আবার নতুনভাবে ডেকে আনছে। তাই ফোন চেকসহ নাগরিকের ব্যক্তিজীবনের স্বাভাবিক যাত্রা বিনষ্ট হয়, এমন কিছুই করবেন না। ’
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ওই বার্তায় আরও বলা হয়েছে, ‘সবাইকে আহ্বান করা যাচ্ছে, সারা দেশে ষড়যন্ত্রকারীদের রুখে দিতে শান্তিপূর্ণ অবস্থান নিন। স্বাভাবিক জনজীবন যাতে আরও সুন্দর ও সুশৃঙ্খল হয়, তা নিশ্চিতে রাজপথে থাকুন। ’
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪