বরিশালের গৌরনদীতে বাড়ির আমগাছের ডালে রশি দিয়ে আরাফাত হোসেন (১৬) নামে এক কিশোরের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ফজরের নামাজ পড়তে উঠে ঘরের বাইরে বের হতেই ছেলের ঝুলন্ত লাশ দেখতে পান তার বাবা।
পরে রোববার সকাল পৌনে ৮টার দিকে উপজেলার দক্ষিণ রামসিদ্দি গ্রামের শাহিন সরদারের বাড়ি থেকে ওই কিশোরের লাশ উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য আরাফাতের লাশ রোববার দুপুরে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।
মৃত আরাফাত ওই গ্রামের শাহিন সরদারের একমাত্র ছেলে। এ ব্যাপারে নিহতের বাবা শহিন সরদার বাদী হয়ে গৌরনদী থানায় একটি ইউডি মামলা দায়ের করেন।
বিষয়টি মামলার তদন্তকারী কর্মকর্তা ও গৌরনদী থানার এসআই দেলোয়ার হোসেন নিশ্চিত করেছেন।
পরিবারের সদস্যদের বরাত দিয়ে তিনি জানান, শনিবার দিবাগত রাতে বসত ঘরের শয়ন কক্ষে আরাফাত ঘুমিয়ে ছিলেন। আরাফাতের বাবা শাহিন সরদার রোববার ফজরের নামাজ পড়ার জন্য ওজু করতে ঘরের বাইরে বের হলে ঘরের পাশে আমগাছের ডালে রশি দিয়ে আরাফাতের লাশ ঝুলতে দেখে থানা পুলিশকে খবর দেন। সকাল পৌনে ৮টার দিকে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে আরাফাতের লাশ উদ্ধার ও সুরাতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতাল মর্গে পাঠায়।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪