প্রেমিকার (১৭) ধর্ষণ মামলায় অভিযুক্ত প্রেমিক তামিম আহম্মেদকে (২০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার তাকে নারায়ণগঞ্জের বন্দর থেকে গ্রেফতার করা হয়।
তামিম আহমেদ কুমিল্লার তিতাস থানার জগতপুরের খালেক সরকারের ছেলে। এর আগে মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী কলেজছাত্রী বাদী হয়ে তামিমকে আসামি করে ফতুল্লা মডেল থানায় ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলায় উল্লেখ করা হয়, ভুক্তভোগী কলেজছাত্রী তার পরিবারের সঙ্গে ফতুল্লার ভুইগড়ে ভাড়া বাসায় থেকে নারায়ণগঞ্জের একটি কলেজে একাদশ শ্রেণিতে পড়ালেখা করেন। অভিযুক্ত আসামি একই এলাকায় ভাড়ায় বসবাস করেন। তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ২৭ এপ্রিল ওই ছাত্রীর পরিবারের লোকজন বাসায় না থাকায় দুপুর ২টার দিকে অভিযুক্ত তামিম সেখানে যান।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪