বার্তা ডেস্ক ॥ পুলিশের উপ-পুলিশ মহাপরিদর্শক (ডিআইজি) জিহাদুল কবির বিপিএম সেবা, পিপিএম বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবনিযুক্ত কমিশনার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন। শুক্রবার বিকেলে পুলিশ কমিশনার তার নিজস্ব কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করে সকলের সহযোগিতা চেয়েছেন। এর আগে বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) বিকেলে বরিশাল মেট্রোপলিটন পুলিশের হেড কোয়ার্টারের নিজ কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেছেন। বরিশালের কর্মরত সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় নবনিযুক্ত বিএমপি কমিশনার আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ সামগ্রিক বিষয়ে সংবাদ কর্মীদের সহযোগিতা চেয়েছেন। মতবিনিময় সভায় পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪