পিরোজপুরে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ জেলা প্রশাসনের উদ্যোগে পালিত হয়েছে। আজ বৃহস্পতিবার (০৭ মার্চ) এ উপলক্ষ্যে সকালে বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পূষ্পমাল্য অর্পন করেন জেলা প্রশাসক মোহাম্মদ জাহেদুর রহমান, পুলিশ সুপার মোঃ শরিফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা একেএমএ আউয়াল, সাধারন সম্পাদক কানাই লাল বিশ্বাস, পৌর মেয়র হাবিবুর রহমান মালেক, মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুল হক সেন্টুসহ আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি ও বেসরকারি বিভাগের প্রতিনিধিবৃন্দ, কলেজ এবং সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ।
পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা প্রশাসক মোঃ জাহেদুর রহমান, পুলিশ সুপার, জেলা আওয়ামীলীগ ও সরকারি-বেসরকারি বিভাগের কর্মকর্তাগন। অতিরিক্ত জেলা প্রশাসক মাধবী রায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন। পরে বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরন করা হয়।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪