ইন্দুরকানীতে মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামী গ্রেফতার করেছে থানা পুলিশ । মঙ্গলবার ইন্দুরকানী থানার এ এস আই মুনছুর আলমের নেতৃত্বে ঢাকা ক্যান্টমেন্ট থানা মানিকদিয়া এলাকা থেকে গ্রেফতার করেন ইন্দুরকানী উপজেলার দক্ষিন ইন্দুরকানী গ্রামের শফিকুল হাওলাদারের ছেলে মোঃ নাজমুল হাসান নাইমকে। থানা সূত্রে জানা যায়, পিরোজুরের সদর থানার মামলা নং-০১ তারিখ ০২/০৯/২০১৩ নিহত স্কুল ছাত্র সাদনাম সাকিব প্রিন্স হত্যা মামলায় বিজ্ঞ জেলা ও দায়রা জজ পিরোজপুর ২০১৭ বিচার শেষে আপন দুই ভাই মোঃ নাজমুল হাসান নাঈম ও নাফিস হাসানকে মৃত্যুদন্ড দেন । ২০১৩ সাল থেকে নাফিস হাসান জেল হাজতে আছেন আর নাজমুল হাসান পলাতক ছিলেন । উল্লেখ্য পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের দশম শ্রেনির ছাত্র প্রিন্স ২৯ শে আগষ্ট ২০১৩ সালে নিখোঁজ হন। তিনদিন পরে পিরোজপুর শহরস্থ সিআই পাড়া রায়ের পুকুরে হাত পা বাধা অবস্থায় পাওয়া যায়। পরে তার পিতা পিরোজপুর সদর থানায় আটজনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন ।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪