পিরোজপুরের কাউখালীতে মায়ের লাশ বাড়িতে রেখে এসএসসি পরীক্ষা দিয়েছে সাইফুল ইসলাম ও মো: আসাদ নামে দুই শিক্ষার্থী।বৃহস্পতিবার উপজেলা সদরের সরকারি বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
সাইফুল ইসলাম ও মো: আসাদ উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের মধ্য জোলাগাতি গ্রামের আবুল হোসেন মল্লিকের ছেলে।
জানা গেছে, সকালে বাড়িতে তাদের মায়ের লাশ রেখে এসে ওই শিক্ষার্থীরা ইংরেজি দ্বিতীয় পত্র পরীক্ষায় অংশ নিয়েছে।
উল্লেখ্য, বুধবার রাতে তাদের মা হঠাৎ অসুস্থ হলে পিরোজপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে রাতেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আজ দুপুরে নিজ বাড়িতে নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। শিয়ালকাঠি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গাজী সিদ্দিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪