পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলার সাফা এলাকায় ট্রাক ও প্রাইভেটকার মুখোমুখি সংর্ঘষে মো. শেখ এমদাদুল (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুত্বর আহত হয়েছেন আরও এক যুবক।
শুক্রবার (১৪ জুন) দিবাগত রাতে পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের মঠবাড়িয়া উপজেলার সাফা এলাকার সড়কে এ ঘটনা ঘটেছে।
নিহত এমদাদুল পিরোজপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের শেখবাড়ী এলাকার আলাউদ্দিন শেখের পুত্র।
এ দুর্ঘটনায় এমদাদুলের সাথে থাকা আব্দুল্লাহ শেখ (২৫) নামে একজন গুরুতর আহত হয়। আহত আব্দুল্লাহকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, পিরোজপুর-মঠবাড়িয়া সড়কের সাফা বন্দর এলকারা হিজলতলা নামেক স্থানে মঠবাড়িয়া থেকে পিরোজপুরে দিকে আসা প্রাইভেটকারটির সাথে পিরোজপুরের দিক থেকে আসা একটি ট্রাকের সাথে মুখোমুখি সংর্ঘষ হয়। এতে করে প্রাইভেটকারটি দুমরেমুরচে যায়।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪