দেশব্যাপী বিএনপির লিফলেট বিতরণ শেষে বাসায় ফেরার সময় পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ।
সংশ্লিষ্টরা জানান, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে পিরোজপুর জেলা বিএনপির উদ্যোগে শনিবার শহরের বিভিন্ন স্থানে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা। এ সময় নেতৃত্ব দেন জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেন।
লিফলেট বিতরণ শেষে আলমগীর হোসেন বাসায় ফেরার পথে স্থানীয় বঙ্গবন্ধু চত্বরের কাছে পুলিশ তাকে গ্রেফতার করে। পরে একটি মোটরসাইকেলে করে তাকে সদর থানায় নিয়ে আসে।
পুলিশ জানায়, জেলা বিএনপির আহ্বায়ক আলমগীর হোসেনের বিরুদ্ধে থানায় নাশকতাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। তারই অংশ হিসাবে তাকে গ্রেফতার করা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪