হার কাঁপানো শীতে যখন বিপর্যস্থ মানুষ, ঠিক সে সময়ে শীতার্তদের পাশে শীতবস্ত্র নিয়ে হাজির হয়েছে পিরোজপুরের জেলা প্রশাসন। মঙ্গলবার রাতে শহরের সিও অফিস মোড়, বাসস্ট্যান্ড, পুরাতন বাসস্ট্যান্ড, জেলা পরিষদ মার্কেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ঘুরে ঘুরে শতাধীক নিম্ন আয়ের মানুষের মাঝে এ কম্বল বিতরন করা হয়।
কম্বল বিতরন করেন পিরোজপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোঃ আমিনুল ইসলাম। জেলা প্রশাসনের দেয়া তথ্য মতে, এ বছর শীতে পিরোজপুরের ৭টি উপজেলার ছিন্নমূল ও হতদরিদ্র মানুষের মাঝে ৩০ হাজার ১৫০টি কম্বল বিতরন করা হয়েছে। শীতবস্ত্র পেয়ে খুশি এ সকল ছিন্নমূল ও হতদরিদ্র মানুষ।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪