দ্বিতীয়বারের পানিসম্পদ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন বরিশাল-৫ (সিটি-সদর) আসনের সংসদ সদস্য কর্নেল (অব.) জাহিদ ফারুক শামীম।বৃহস্পতিবার (১১ জানুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবনে প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন আওয়ামী লীগের দলীয় প্রধান শেখ হাসিনা। একইসঙ্গে মন্ত্রিসভার ২৫ জন মন্ত্রী ও ১১ জন প্রতিমন্ত্রীকেও শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
শপথ গ্রহণের পর প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্য সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। এরআগে মন্ত্রিসভার সদস্য মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন করে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বরিশাল-৫ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী হয়ে জাহিদ ফারুক শামীম বিপুল ভোটে জয়ী হন। তিনি ৯৭ হাজার ৭০৬ ভোট পেয়ে বিজয়ী হন। আর তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন রিপন ট্রাক প্রতীকে পান ৩৫ হাজার ৩৭০ ভোট। এ নিয়ে টানা দ্বিতীয়বারের মতো এ আসটির এমপি নির্বাচিত হয়েছেন জাহিদ ফারুক শামীম।
জাহিদ ফারুক শামীম ১৯৫০ সালের ২৬ নভেম্বর বরিশাল নগরীর নবগ্ৰামে জন্মগ্রহণ করেন। তিনি বরিশাল জেলা আওয়ামী লীগের বর্তমান সহ-সভাপতি।
তিনি পাকিস্তানের পেশোয়ার বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরে সেনাবাহিনীতে ৩৪ বছরের দীর্ঘ কর্মজীবনের পর কর্নেল হিসেবে অবসর নেন। কর্মজীবনে তিনি সামরিক কৌশলগত নেতৃত্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ দেশে এবং দেশের বাইরে কাজ করেছেন। জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেরও তিনি একজন গর্বিত সদস্য।
বর্তমানে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড, নদী গবেষণা ইনস্টিটিউট, পানিসম্পদ পরিকল্পনা সংস্থার সভাপতি এবং পানি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট অন্যান্য ক্ষেত্রে জাতীয় কমিটির সদস্য জাহিদ ফারুক।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪