শিক্ষার্থীদের আন্দোলনের মুখে অবশেষে পদত্যাগ করেছেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মোহাম্মদ বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ড. মো. আব্দুল কাইউম।
মঙ্গরবার (২০ আগস্ট) বেলা ১২টার সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বিভাগ সচিব বরাবর এ পদত্যাগ পত্র জমা দেন তারা।
জানাযায় শিক্ষা মন্ত্রণালয়ের সচিব বরাবর প্রেরিত পদত্যাগপত্রে বদরুজ্জামান ভুইয়া ব্যক্তিগত ও পারিবারিক কারণে স্বেচ্ছায় পদত্যাগের কথা উল্লেখ করেছেন।
এদিকে উপাচার্যের পদত্যাগে সাধারণ শিক্ষার্থীরা ক্যাম্পাসে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তারা সকাল থেকে ভিসির পদত্যাগ দাবিতে আন্দোলন করে যাচ্ছিলেন। শিক্ষার্থী সিহাব, মেহেদী বলেন, অবশেষে স্বৈরাচারের দোসর ভিসি পদত্যাগ করায় ববি স্বাধীন হলো।
অন্যদিকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের প্রক্টর পদ থেকে পদত্যাগ করেছেন মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাইউম।
মঙ্গলবার (২০ আগস্ট) শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে পদত্যাগ করেন তিনি।
বিষয়টি নিশ্চিত করে ড. মো. আব্দুল কাইউম বলেন, শিক্ষার্থীরা চেয়েছেন যেন আমি পদত্যাগ করি। তাদের দাবি অনুসারে আমি স্বেচ্ছায় পদত্যাগ করেছি।
এর আগে, সোমবার (১৯ আগস্ট) বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. বদরুজ্জামান ভূঁইয়া ও প্রক্টর ড. আব্দুল কাইউমের পদত্যাগের দাবিতে ২৪ ঘণ্টার সময় বেধে দেন আন্দোলনরত শিক্ষার্থীদের একাংশ। যদিও তার আগের দিন সব শিক্ষার্থীদের কাছে ক্ষমা ও দুঃখ প্রকাশ করেন উপাচার্য ও প্রক্টর।
উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক বদরুজ্জামান ভূঁইয়া আওয়ামী লীগের সহযোগী সংগঠনের স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় শিক্ষা বিষয়ক সম্পাদক ও শিল্প ও বাণিজ্যবিষয়ক উপকমিটির কেন্দ্রীয় সদস্য ছিলেন। এ ছাড়া প্রক্টর ড. আব্দুল কাইউম বরিশাল সিটি নির্বাচনে নৌকা মার্কার মেয়র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা রাখেন।
জানা গেছে, ছাত্র আন্দোলনের কারণে গতকাল সোমবার দুপুর থেকে ড. বদরুজ্জামান ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে যান। তিনি এর মধ্যে সোমবার সন্ধ্যায় ১০ মিনিট সিন্ডিকেট সভা এবং আজ মঙ্গলবার শিক্ষক-কর্মকর্তাদের সঙ্গে সভা করেন। দুটিই ছিল ভার্চ্যুয়ালি সভা।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪