পটুয়াখালীর গলাচিপায় শ্যালকের লাঠির আঘাতে দুলাভাই জহিরুল ইসলাম এলাহির (৪১) মত্যু হয়েছে। এ ঘটনায় বৃহস্পতিবার সকালে শ্যালক তরিকুল ইসলামকে (২৪) গ্রেফতার করেছে পুলিশ। এর আগ বুধবার সন্ধ্যায় উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের কুমারখালী গ্রামে এ ঘটনা ঘটে। মৃত জহিরুল পটুয়াখালী সদর উপজেলার ইটবাড়িয়া ইউনিয়নের মৃত সিরাজুল আলমের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে , গতকাল বুধবার দুপুরে জহিরুল তার শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। বিকালে পারিবারিক কলহের জেরে শ্যালক তরিকুলের সাথে কথা কাটাকাটির একপর্যায় তরিকুল তাকে লাঠি দিয়ে মাথায় আঘাত করে এবং শরীরের বিভিন্ন স্থানে পিটিয়ে গুরুতর জখম করে । পরবর্তীতে মুমূর্ষ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে এনে ভর্তি করে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় প্রাথমিক চিকিৎসা শেষে রাতে বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তার মত্যু হয়।
গলাচিপা থানার ওসি ফেরদৌস আলম জানান, লাশ ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। অভিযুক্তকে আদালতে প্রেরন করা হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪