পটুয়াখালীর দুমকীতে মো. সাইফুল ইসলাম কাজি (১৮) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার গভীর রাতে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের উত্তর চরবয়েড়া গ্রামে নিজ বাড়িতে এ ঘটনা ঘটেছে।
সাইফুল চরবয়েড়া গ্রামের মো. দেলোয়ার হোসেন কাজির ছেলে এবং উপজেলার আজিজ আহম্মেদ কলেজের ডিগ্রি প্রথম বর্ষের পরীক্ষার্থী।
স্থানীয় ও পরিবারসূত্রে জানা গেছে, শনিবার রাতের খাবার শেষে সে ঘরের বাইরে চলে যায় এবং গভীর রাতে বাড়ির গোয়াল ঘরের আড়ার সঙ্গে রশি দিয়ে ফাঁস নেয়। সকালে সাইফুলের মা মরদেহ ঝুলতে দেখে চিৎকার করলে স্থানীয়রা মৃত অবস্থায় তাকে উদ্ধার করে। তবে কী কারণে আত্মহত্যার ঘটনা ঘটেছে তা কেউ বলতে পারছেন না।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪