জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান সদস্য ও সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদুর রহমান (মাকসুদ) ওই ব্যানার টাঙান। আর ওই ব্যানারে প্রধান উপদেষ্টার নামের বানানও ভুল লেখা হয়েছে।
জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের বর্তমান সদস্য ও সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাকসুদুর রহমান (মাকসুদ) ওই ব্যানার টাঙান। আর ওই ব্যানারে প্রধান উপদেষ্টার নামের বানানও ভুল লেখা হয়েছে।
সোমবার (১২ আগস্ট) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মডেল মসজিদের পাশে বড় একটি ব্যানারে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের ছবিসহ টাঙানো। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত আবু সাঈদ ও মীর মুগ্ধর ছবিও রয়েছে। এ ছাড়া ব্যানারে লেখা আছে, ‘দ্বিতীয়বার স্বাধীন হওয়ায় বাংলাদেশের নবগঠিত অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ উইনুসসহ (সঠিক বানান, ইউনূস) সকল উপদেষ্টা মহোদয়গণকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লবী অভিনন্দন।
এ বিষয়ে অ্যাডভোকেট মাকসুদুর রহমান বলেন, ‘অন্তর্বর্তীকালীন সরকার শপথ গ্রহণ করলে আমি পরের দিন সকালে ব্যানার টাঙাই। ব্যানারটি আগের দিনই করা হয়েছিল।’
প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষেধ থাকলেও আপনি ব্যবহার করতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, ‘প্রধান উপদেষ্টার ছবি ব্যবহার নিষেধ করা হয়েছে আমি জানতাম না, আমার নলেজে নাই।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪