জমি নিয়ে বিরোধের জেরে পটুয়াখালীর দশমিনায় মরিয়ম (৮) নামে এক শিশুশিক্ষার্থীকে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাতে উপজেলার বেতাগী-সানকিপুর ইউনিয়নের রামবল্লভ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থী ওই গ্রামের মকবুল মৃধার কন্যা ও ৪৯নং রামবল্লভ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।
নিহত মরিয়মের মা রিনা বেগমের অভিযোগ, তার চাচা শ্বশুর রাজ্জাক মৃধাসহ কয়েকজনের সঙ্গে তাদের পরিবারের জমি নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে বৃহস্পতিবার তাদের হুমকি দেন প্রতিপক্ষের লোকজন।
রিনা বেগমের দাবি, জমি নিয়ে শত্রুতার জেরে প্রতিপক্ষের লোকজন তার মেয়েকে হত্যা করে একটি ভিটায় ফেলে রাখে।
এ বিষয় অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য তাদের স্বজনদের নাম্বারে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
দশমিনা থানার ওসি মো. নূরুল ইসলাম মজুমদার বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪