পটুয়াখালীর দশমিনায় মো. মনিরুজ্জামান নামে এক এসআইয়ের বিরুদ্ধে মামলার তদন্ত প্রতিবেদন দিতে ঘুস দাবির অভিযোগ সংবাদ সম্মেলন করেছেন মোসা. হাসনা হেনা নামে এক গৃহবধূ।
রোববার ওই গৃহবধূ তাদের উপজেলা সদরের বেগম আরেফাতুন্নেছা বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন বাসায় সংবাদ সম্মেলনের আয়োজন করেন।
মোসা. হাসনা হেনা স্থানীয় মো. তুহিন ইসলাম নামে এক সাংবাদিকের স্ত্রী।
সংবাদ সম্মেলনে মোসা. হাসনা হেনা দাবি করেন, গত বছরের ৬ মে তাকে তাদের এক প্রতিবেশী মারধর ও শ্লীলতাহানির চেষ্টা করেন। এ ঘটনায় ১০ মে হাসনা হেনা দুইজনের বিরুদ্ধে বাদী হয়ে পটুয়াখালী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে মামলা করেন। মামলার তদন্তের দায়িত্ব পান দশমিনা থানার এসআই মো. মনিরুজ্জামান।
হাসনা হেনার দাবি, দশমিনা থানার এসআই মো. মনিরুজ্জামান তদন্ত প্রতিবেদন দেওয়ার নামে তাদের কাছে মোটা অংকের ঘুস দাবি করেন। টাকা দিতে অস্বীকৃতি জানালে, এসআই মো. মনিরুজ্জামান হাসনা হেনার ঘটনা মিথ্যা দাবি করে গত মাসের ৩১ জানুয়ারি আদালতে প্রতিবেদন দাখিল করেন বলে হাসনা হেনার দাবি। তিনি ওই এসআইয়ের বিচার দাবি করেন।
অভিযোগের বিষয়ে এসআই মো. মনিরুজ্জামান বলেন, টাকা দাবির অভিযোগ সত্য নয়। তারা আমাকে ঘুস দেওয়ার চেষ্টা করেছিল। আমি ঘুস নিতে রাজি হইনি। মামলার বিষয় কোনো মিথ্যা প্রতিবেদন দেইনি। যেটা সত্য পেয়েছি সেটাই দিয়েছি। তারা চাইলে আমার প্রতিবেদনের বিষয়ে নারাজি দিতে পারেন।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪