বার্তা ডেস্ক ॥ বরিশাল-২ (উজিরপুর-বানারীপাড়া) আসনে নৌকা মার্কাকে সমর্থন জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী মনিরুল ইসলাম মনি।
শুক্রবার সকালে তথ্যের সত্যতা নিশ্চিত করে মনিরুল ইসলাম মনি বলেন, গত ২৯ ডিসেম্বর বরিশাল নগরীর বঙ্গবন্ধু উদ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নৌকা মার্কাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি আহবান করেছেন। সেই থেকে প্রধানমন্ত্রীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আমি নির্বাচনী মাঠ থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। ইতোমধ্যে বরিশাল-২ আসনের নৌকা মার্কার প্রার্থী ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের হাতে আমিসহ (মনিরুল ইসলাম) কর্মী-সমর্থকদের নিয়ে ফুলের নৌকা তুলে দিয়ে আনুষ্ঠানিকভাবে তার প্রতি সমর্থন জানানো হয়েছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪