প্রিন্ট এর তারিখঃ জুলাই ৩১, ২০২৫, ৩:০৫ পি.এম || প্রকাশের তারিখঃ মে ৬, ২০২৪, ৯:৪০ পি.এম
নির্বাচিত হলে সদর উপজেলার দশটি বিষয়ে আগে গুরুত্ব পাবে– ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন

যাচ্ছে ততো'ই এগিয়ে আসছে নির্বাচনের সময়। তার সাথে সাথে বাড়ছে ব্যাক্তির ও ব্যাক্তির কাজের জনপ্রিয়তা। আসন্ন বরিশাল সদর উপজেলা পরিষদ নির্বাচন ৮ মে। ইতিমধ্যে এই উপজেলার ১০টি ইউনিয়নে জন-সংযোগ, সভা, উঠান বৈঠক সহ সাধারন মানুষের সাখে কুশল বিনিময় থেকে শুরু করে প্রায় সকল কার্জক্রম সফল বাভে চালিয়ে যাচ্ছে ভাইস চেয়ারম্যান প্রার্থী ও সাবেক মেধাবী ছাত্র নেতা মো: জসিম উদ্দিন। প্রতিটি ইউনিয়নের রাজনৈতিক ব্যাক্তিবর্গ থেকে শুরু করে সাধারন মানুষ সকলেই ভাইস চেয়ারম্যান প্রার্থী জসিম উদ্দিন'কে সর্মথন করে যাচ্ছে।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪