বার্তা ডেস্ক ॥ নির্বাচনী প্রতীক বরাদ্দের পর থেকে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় সরব হয়ে ওঠে ভোলা-২ এলাকার দৌলতখান উপজেলা। সোমবার প্রতীক পাওয়ার পর থেকেই প্রচার প্রচারণায় নামেন প্রার্থীরা। প্রচার প্রচারণায় মাইকিং ছাড়া ও লটকানো পোস্টরে পোস্টারে ছয়ে গেছে উপজেলার শহর বাজার হাটঘাট। মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আলহাজ¦ আলী আজম মুকুল এমপি নেতা কর্মীদের নিয়ে প্রচারণায় নামেন। এর আগে এমপি মুকুল দৌলতখানের তার বাসভবনে আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন। পরে তিনি নেতা কর্মীদের সাথে নিয়ে দৌলতখান শহরে নির্বাচনী লিফলেট বিতরণ করে নির্বাচনী প্রচার ও গণ সংযোগে নামেন। নৌকা প্রতীকের প্রচার প্রচারণা ও নেতা কর্মীদের আনন্দে উৎসব মুখর হয়ে ওঠে দৌলতখান উপজেলা। অপর দিকে জাতীয় পার্টি-জেপি মনোনীত প্রার্থী বাইসাইকেল প্রতীকের মোঃ গজনবী ও প্রচার প্রচারণায় গণ সংযোগ শুরু করেছেন। তিনি মঙ্গলবার দৌলতখান উপজেলার প্রাচীন ধর্মীয় প্রতিষ্ঠান চরখলিফা মাদ্রাসার প্রতিষ্ঠাতা বড় হুজুরের কবর জিয়ারতের মধ্য দিয়ে তিনি প্রচারণায় নামেন। দৌলতখান উপজেলার বিভিন্ন জায়গায় বাইসাইকেল প্রতীকের লটকানো পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে। লিফলেট বিতরণ ও গণসংযোগে ব্যাস্ত সময় পার করছেন সাইকেল প্রতীকের এপ্রার্থী।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪