বার্তা ডেস্ক ॥ সদ্য শেষ হওয়া নিউজিল্যান্ড সফরে দারুণ পারফরম্যান্স করেছেন দুই পেসার শরিফুল ইসলাম ও কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এই সফরেই টি-টোয়েন্টি সিরিজে শরিফুল আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো সিরিজ সেরা হয়েছেন।
নিউজিল্যান্ড সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ ৬ উইকেটশিকারি ছিলেন শরিফুল ইসলাম। দারুণ এই পারফরম্যান্সের ছাপ পড়েছে আইসিসি র্যাংকিংয়েও।
বুধবার প্রকাশিত টি-টোয়েন্টি র্যাংকিংয়ে বোলারদের তালিকায় ৪৬২ পয়েন্ট নিয়ে ৩২ ধাপ এগিয়ে ৫৬ নম্বরে উঠে এসেছেন শরিফুল।
সফরে কমরান খরচ করা মোস্তাফিজ এগিয়েছেন পাঁচ ধাপ। বর্তমানে রয়েছেন ২২ নম্বরে। নিউজিল্যান্ড সিরিজে না খেলায় সাকিব আল হাসানের অবনতি হয়েছে। ছয় ধাপ পিছিয়ে ২৮ নম্বরে নেমে গেছেন এই অলরাউন্ডার।
দুই ধাপ এগিয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। দুই ধাপ পিছিয়ে ২৩ নম্বরে আছেন ওপেনার লিটন কুমার দাস।
হেড অফিস: দিলু রোড, নিউ ইস্কাটন, ঢাকা। বরিশাল অফিস: হাবিব ভবন (৪র্থ তলা), সদর রোড, বরিশাল।
মোবাইল: 01742-280498 ইমেইল: dailybarishalsangbad@gmail.com
© বরিশাল সংবাদ || Barisal Sangbad - ২০২৪